লালচে পাতায় রোদের চুমুক,
প্রবল ঘূর্ণী বাদল হাওয়া জাগে  
বিশেষ কোনো কারণ থাকে,  
শত টুকরোয়  চূর্ণ হবার আগে |


পাখির ঠোঁটের  আদর ছিল,
তার  আগের কথা ছিল যত
এক দুপুরের ফুরিয়ে যাওয়ায় ,
জলের গল্পে ধোয়া কাঁসার  মত |


চিনতে পারি, হয়নি বোধহয়
অনেক শত বাতুল কথার ভিড়ে
শুধু মনে পড়ে , কখনো সময়  
মুছে যাওয়া কোমল সুরের নীড়ে |