আমি গ্রীষ্মের নিঃস্বতা নিয়ে
বর্ষার কদমের জন্য অপেক্ষা করি
প্রথম ভেজা মাটির একটা অদ্ভুত ঘ্রাণ আছে,
একদম বুকভরা,  আনমনে হাঁটতে হাঁটতে আমি
সে বৃষ্টির কালো মেঘে ভরা আকাশ ,
ভেজা মাটির সুগন্ধ, সবকিছু  নিয়ে  
সুন্দর একটা মুহূর্তের জন্য অপেক্ষা করি |
অতীত স্মৃতিতে ,কোনো প্রাচীন মুহূর্তে ,মাঠে
অনাবৃষ্টির প্রার্থনায় মঙ্গলময় স্রষ্টার কাছে ,
নতজানু মুহূর্তে, সবার জন্য এক প্রত্যাশা পূরণের
অভাবিত উদার মুহূর্তের জন্য অপেক্ষা করি |
আমি এখনো দুঃস্বপ্নের মেঘে আলোকরশ্মি র ছটা
দেখবার জন্য অপেক্ষা করি , আর অপেক্ষা করি
যে গাছের পাতায় সূর্য ঠিকরালে ,এখনো বাঁচতে  
ইচ্ছে করে , তার মতো সর্বংসহা হবার জন্য |