একটা স্পষ্ট স্বর
কথা বলছিলো মমতা মাখিয়ে ,
"অনেক ভালোবাসায় একদিন কবিতা
সম্পূর্ণ হয়ে ওঠে , হয়ে ওঠে  পরিপূর্ণ
বুকের খাঁচার নরম জমি ক্রমে হয়ে ওঠে  
সতেজ আর সবুজ , আর সত্য ছুঁয়ে ফেলে
বিশাল , অদ্ভুত সেই স্বপ্নটা , জীবনের আঙিনায়।"


সেদিন  তার মন ছিল বিষন্ন, ছন্নছাড়া , ভবঘুরে ,
ফেরারী সময়ে ধীরে ধীরে সে মাপ ছিলো কথা গুলোকে
চাল ডালের দরে---কোনো বেপরোয়া স্বপ্ন ,
মিথ্যে উচ্চাশা তার মাঝে নেই
এতো কষ্টেও চিঠিটা ছেঁড়া হয়ে ওঠেনি
আর, সম্ভব নয় যে!


"অনেক ভালোবাসায় একদিন কবিতা
সম্পূর্ণ হয়ে ওঠে , হয়ে ওঠে  পরিপূর্ণ
বুকের খাঁচার নরম জমি ক্রমে হয়ে ওঠে  
সতেজ আর সবুজ , আর সত্য ছুঁয়ে ফেলে
বিশাল , অদ্ভুত সেই স্বপ্নটা , জীবনের আঙিনায়।"


২-১৩-২০২০