ভাষার অনেক ভোগান্তি বোন
ভাষার অনেক জটিল দল
পত্র ছিন্ন বিল্ব দলে
তুলসী চায়ের নির্মল কাল।


কালেতে তাই আসিনু বারেক
গৃহ-মন্ত্রী নির্বাপিত
তোমায় সেথা ভর করিনি
তুমিই আমায় বিশদ দিও।


তোমায় আমি অশেষ পাইনি
জীবনেরই শেষের দাম
কিছু আধেক, কিছু বারেক
মান দিয়ে তাই করিম যান।


দুটি কথা : ভূতপূর্ব শ্বশুরবাড়ীতে
আলফী নামে আমার একটি হৃদয়ঘটিত সম্পর্ক আছে।  
ছোট সে শিশুটি দোয়া চেয়ে বলছে,
আল্লাহ, ভালো করো,
আর বাসার কাজের মেয়েটিকে একেবারে মেরে ফেলে দাও।
ডাকাবুকো সেই দো'আ নিয়ে আজও ভাবছি।