আল্লাহুম্মা আ-ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আল্লাহ , আমাদের যিকর সমূহকে সুন্দর ইবাদতের অন্তর্ভুক্ত কর , শুকরিয়ার সাথে।
আজ রাব্বির জন্মদিন। ওর বোন ওকে একটা জন্মদিনের কার্ড কিনে দিয়েছে। মিডিয়া কার্ডের মতো, হাত দিয়ে ছুঁলে জন্মদিনের সংগীত বাজে, "হ্যাপি বার্থডে টু ইউ," বেশ সুন্দর। নজরকাড়া।
মননের দোকানে অনুভূতির পশরা। টু হিম, টু হার , ইত্যাকার স্থিতাবস্থা নিয়ে বিভিন্ন তাকে তাকে সৃজনশীলতার ছড়াছড়ি। দরকারী টুথপেস্টের মতোই দরকারী সংজ্ঞা, চাপ দিলেই চাপ অনুযায়ী মনন অনুভব উৎপাদন করে, উর্বরা মস্তিষ্ক নিয়ে কোষ জুড়ে।
রাব্বির আজ তেমন কোনো কিছু করবার না থাকলেও কাজ জুটে গেল। স্টলে ফ্রি সার্ভিস দিতে হবে। পিঠা আর মিষ্টান্নের সাথে চটপটির স্টল। প্রথম খদ্দের রাম ঝাড়ি দিয়েছে রাব্বিকে , সে হাত দিয়ে সন্দেশ তুলে ভদ্রলোকের অর্ডার রাখতে গিয়েছিলো, ভদ্রলোক ঠিক স্বাস্থ্যসম্মত পান নাই।
তার পর থেকে অবশ্য আর অসুবিধা হয়নি। টানা কয় ঘন্টা সুন্দর চলে গেল। স্টলের মালিক কে সব বুঝিয়ে দিয়ে সে যখন ছুটি পেল, তখন সংগীতানুষ্ঠান শুরু হয়েছে। পিকনিক স্পট হিসেবে জায়গাটা সুন্দর, সে নাচ ফ্যাচ দেখতে গিয়ে কিছুটা ধাতস্থ বোধ করবার জন্য বাইরে চলে গেলো। সুরে যার হাত নেই, দূরে তার থাকা চাই। বড় প্রেমের শরৎ স্থিতিবোধ। সে আরেক মহাকাব্য।
জায়গাটা সত্যি সুন্দর। অদূরে তীর ছুঁয়ে ছুঁয়ে একটা স্রোতস্বীনি কল্লোলের সংগীত নিয়ে চলে গিয়েছে অনেক দূর অবধি। সরু সরু বেশ লম্বা কিছু গাছ ছাড়িয়ে স্রোতস্বীনিকে দেখা যায়। দুটো ক্যানু জুড়ে আরোহী নিয়ে বৈঠা বাহী প্রতিযোগীরা ফিরছিলো। trochaic তাল বংশীয় কবিতার সৃষ্টির পূর্বকথা।
সুন্দর , অনাড়ম্বর , সহজ, সুন্দর। নিজের ভেতর স্বার্থপর সুন্দর।
একটা সহজ দিন শেষ হল জনৈক রাব্বিকে নিয়ে। দিনের শেষে মাথার কাছে বার্থ ডে শুভেচ্ছা নিয়ে ঘুমোতে খারাপ লাগার কথা না। ঘুমোতে যখন হবেই , দিনশেষে হতাহত সকল অনুভূতি নিয়েই।
অনুভবের ফসিল , জায়মান গরমিল।