ভোরের আলো এসে তোমার ঘুমন্ত মুখে পড়লে
এখনো এতো অচেনা মনে হয় !
ঘুমিয়ে থাকা মুখের মতো অসহায় আর কিছু নেই যে !
তবু বুঝি সেই এক মুহূর্তে হতে পারে
আজন্মের লালিত সূর্যোদয় !


ভোরের জায়নামাজটি তেমনি গোছানো, গোটানো
আজ বুঝি দেরি হয়ে যায় তোমার !
বেলা যে বয়ে যায় অবিরত !
ঘন চুলের বন্যায় হাত বুলোতে থাকা আঙ্গুল গুলো দেখি
দিতে পারো ? সাত জন্মের চেনা ঘুম পরী কে এক লহমার ছুটি ?


তুমি অবিশ্রান্ত ঘুমের মধ্যেই কোঁচকানো ভুরু সোজা করছিলে
তুমি আরো ঘুমোবে ,
যদি আর বিরক্ত না হও, এটাই ছিল ভাষ্য যেন
ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো আরো এক অনন্তকাল যেন ,
গাঢ়তর ঘুমের ভেতর |


আমি চেয়ে থাকি , চেনা আর অচেনার মধ্যবর্তী কোনো এক ঘোরের ভেতর
ধূসরতার পূর্ববর্তী আর পরবর্তী কোনো কথোপকথনের
আর কোনো অর্থ খুঁজেছিলে কখনো ?
আমার প্রতিটি আঙুলের ভাঁজে এখনো সেই সন্ধানের দাহকার্য চলে অনিবার , প্রতিনিয়ত ,
প্রবল প্রাচুর্যে |