মুঠোর ভেতর ধবল জ্যোছনা ,
হৃদপিণ্ডের সুর,
উড়ে যায় ওই বিশাল আকাশে
কবুতরের ডানায়,
মানুষ এক জীবনে কতখানি চায়?


তোমার এলো চুলে কখনো
আলতো হাত রাখতে ইচ্ছে করলে ,
ঘুমের বড়ির মোড়ক খুঁজি আজও,
একমনে ,
খন্ড পুস্তকের সমগ্রে চোখ রাখি ,
একাগ্রে , প্রানপনে ।


কাল রাস্তার মোড় ধরে হাঁটছিলাম,
নিঃসঙ্গ ছায়া টিকে সঙ্গী করে ,
সাবানের বুদ্বুদে র মতো উড়তে থাকা
খাপছাড়া স্বপ্ন গুলো কে কুড়িয়ে ।


বেঞ্চের ওপরে দুই দুটি বৃদ্ধ-বৃদ্ধা র
সোনালী মূর্তি র ওপরে আলো এসে পড়ছিলো ,
আলো এসে পড়ছিলো কাঁচের জানালার ওপরে
বিলম্বিত, অপসৃয়মান আমার ছায়ায়, চেনা বা অচেনা ।


নীলাদ্রি , কোনো কোনো দিন, ঘরে ফিরতে খুব ইচ্ছে করে , মৃত্যুর মত!


(লেখা কবিতাটি পড়তে গিয়ে বারবার মনে হচ্ছে Marie Howe এর What the Living Do কবিতাটি দিয়ে হয়তো প্রভাবিত ছিলাম।  কবিতাটির লিংক কৃতজ্ঞতার্থে।)


https://www2.cs.arizona.edu/~kece/Personal/Poems/howe.html