কোথাও কোনো কিছু ঘটেনি, নীরব , অভ্যস্ত জীবন |
শুধু তার কণ্ঠস্বর খেলা করে এখনো বোধের ভেতর |
জীবন যাপনের মিছে খেলা সব , জীবনভর ...
বিবাগী বাউন্ডুলে এক বাস করে তারই ভেতর .
আমি নিশ্চুপ থাকি, ভাবতে থাকি , তারপর
কবিতা হয়তো বাস করে , কোনো কবির বুনতে থাকা
ইচ্ছেপূরণের আশ্চর্য সেই এক খাতার ভেতর |