" বাবা কি করছো? " কচি কণ্ঠের প্রশ্ন |
মাঝবয়েসী বাবার  লেখার মাঝে ছেদ ঘটে |
" লিখছি সোনা | কিছু বলবে ?"
"কত লম্বা গল্প বাবা ? কতক্ষন লাগবে ? "


হঠাৎ করেই ভাবনার জগতে কথাটি অনুপ্রবেশ করে |
জীবনের গল্প কতখানি লম্বা হয় ?
ছোট কচি মুখগুলো স্বপ্ন দেখে ,
স্বপ্ন গুলো বড় হতে হতে ফুরিয়ে যায় ...
তারপর ইঁটচাপা ঘাসের মতো ...
হলদেটে বিবর্ণ হতে থাকে সেই স্বপ্ন |


"বললে না বাবা ?" কচি কণ্ঠটি সাগ্রহে প্রশ্ন করে |
বাবা চোখ ফেরান সেই শিশুমুখটির দিকে
অনেক পুরোন এক আদল ভাসে তাঁর চোখে
অনেক আগের কথা...
যখন মানুষ ভালো বাসতো ||