আমি পেরিয়ে যাই জীবনের সুর,
অনিঃশেষে দূর , আরো বহুদূর
কচি পাতার বুকে রোদের স্বাদ ,
স্মৃতিতে রেখে কোন এক নির্জন পুর
নবীন নক্ষত্রের পাঁজর থেকে
আদিম অন্ধকারের ঐশ্বর্য ,
দুর্ভেদ্য সে রহস্যে
বুড়ি ছুঁয়ে ছুঁয়ে এক ,
অস্তাচলে সূর্য গেলো চলে ,
পিছে ফেলে প্রত্যাশার পিদিম ,
আদিম অন্ধকারের রহস্য ভাঙবে বলে
সমাগত জীবনের ভিড় ,অপরাহ্ণে যাযাবর স্বপ্নের নীড়
লোনাজলে ভুলে যাওয়া শিকড়ের টান , তবুও সময় |