কখন যেন হঠাৎ করে সন্ধ্যা শশীর প্রহর
সুরেলা এক কণ্ঠ শুনি , শুনি সুরের লহর
আধবেলাতে সাঁঝবেলাতে আলতো সে এক স্বরে
মায়াভরা অশ্রু সজল গোধূলী বেলা ফেরে
ফিরবে কথা ? ফিরবে দেশে ? সেই সে যে এক গাঁয়ে ?
পথের পানে আকুল হয়ে ক্ষণজন্মের দায়ে ...
স্বপ্ন দেখি ফিরছে কথা , শ্যামল বকুল ছায়ায়
অনেক কথার ঝুড়ি নিয়ে স্বপ্ন  ভোলা  মায়ায়
হঠাৎ মায়ার ঝুলি ভরে, কোঁচড় ভরা সুখ
সুরের পরশ দুঃখ ভোলায় , দিনান্তেরই মুখ |