মাঝরাতে ঘুম ভেঙে গেলে ছায়াদের দিকে তাকিয়ে ক্লান্তি লাগে।  
ছিলাম তো আমিও আমারই মতন ,
কেন এতো ব্যক্তিগত পরিচর্যা এইসব নিদ্রাকালীন প্রহরে !
সত্যিই বড় বেশি ক্লান্তি লাগে আজকাল।
ক্লান্তিগুলো জেঁকে বসে বাবার মুখ মনে পড়লে, মায়েরও।


তোমার মৃত শরীরে অনেকগুলো ক্ষতচিহ্ন ছিল।
ক্রমাগত আঘাতের চিহ্ন, দুঃস্বপ্নের ভেতর, দুঃস্বপ্নের ভেতর ক্রমাগত।
বাবা -মা বলতেন "দুঃস্বপ্নের কথা বলতে নেই, ছি মা! এভাবে ভাবতে হয়না !"
আমি দুঃস্বপ্নের পথ পেরিয়ে এসে তোমার হাত ধরতে চাই , আবার
পরিযায়ী পাখিদের সাথে পাল্লা দিয়ে যেখানে মেঘেরা ভেসে যায় অলকায় !


শুধু যেতে যেতে বড় বেশি দেরী হয়ে যায় ,
সত্যিই বড় বেশি ক্লান্তি লাগে আজকাল।