জানালারই চিলতে ফাঁকে নীলচে আকাশ গলে
সূর্য উঠে বলেন হেসে , “ রোদের দেখা পেলে? “
সবুজ শ্যামল মাঠ প্রান্তর , শান্তি বারো মাসে ,
মা প্রকৃতি বিছিয়ে হাঁটেন  হরিৎ কোমল ঘাসে
গভীর তারই রূপের মায়া, নাকছাবি রোদে জ্বলে
মৃত্যু তোমায় দিলাম আড়ি,  অরূপ মায়ায় ভুলে |