নীলাদ্রির ফিরে আসা , দ্বিতীয়ভাগে


প্রথমত : এটি একটি নিঃশর্ত মুহূর্ত,
যা সরকারী অনুদান পেতে পারে
অমোঘ, শর্তসাপেক্ষে, প্রশ্নবোধক চিহ্নগুলো
ব্যখ্যাযোগ্য সত্যতায় নিলে,
নীলাদ্রির ঘরে ফিরবার দরকার ছিল, আমি বলি,
রাত্রিও হয়তো তাই বলে।
কিন্তু এসব ছাপিয়ে উঠে, সবকিছুর উর্দ্ধে ,
নীলাদ্রি ফিরে আসে।
সময়ের বিপরীত স্রোতে, তার নিজস্ব সত্যে,
তার একান্ত প্রয়োজনীয় সত্যে।


ভিন্ন ব্যাখ্যাটা বিশদ করতে পারবে?
বোধগম্যতার ভেতরে? অথবা বাইরেও?
বিষয়টা বিমান বাহী যাত্রীদের নিরাপত্তার মত ,
নিরাপত্তার প্রশ্নের সত্য বক্তব্যে গোপনীয়।
যেখানে আমাদের বিগলিত অশ্রুতে
আপনজনদের চলে যাওয়া আছে, ফিরে আসা নেই
আমাদের গভীরতম , গোপনতম দুঃখের কারণে
আপনজনদের বিচ্ছেদ আছে, ফিরে আসা নেই।  


তোমার নতুন কেনা লিপস্টিক সেখানে ঠোঁট গোল করে,
নতুন চিত্তাকর্ষক ভঙ্গী দেবার জন্য
যাকে প্রশ্ন করবার জন্য একটা
এক কথায় প্রকাশের ধাতুযোগ খুঁজছি ,
হয়তো বেলা বয়ে গেলো বলে
নীলাদ্রিকে মৃত বলবার আগেই,
মৃত ভেবে মত প্রকাশের আগে,
আরো একটা ঋজু অঙ্গভঙ্গির আগে ,
নীলাদ্রির প্রয়োজন আছে,
জিহ্বার অগ্রভাগে উচ্চারিত সত্যের জন্যে,
যা প্রবহমান সত্যকে বাঁচিয়ে রাখে।


জুন ১১, ২০২২