আমি হেঁটে চলে যাই বিরান পথ ধরে এক,
দূরে গিয়ে চলে যাই দুর,আরও বহু, বহু দূর
স্মৃতির সে পথে হাঁটে ছায়াসঙ্গী মোর , অতীতকাতর  
যেন নীড়ে ফেরে কোলাহল, পরিযায়ী পাখিদের সুর।


হরিৎ শ্যামল সম্ভার ,ঢেউ তোলা ফসল-শরীরে তার
ঘন বিন্দুতে লীন হয়, চুঁয়ে চুঁয়ে পড়া  প্রকৃতির স্বেদ
চেয়ে দেখি শুধু আজ, সে জলে ধান-কাব্যের সাজ ,
বিপুল সম্ভাবনায়  প্রকৃতি বিস্মৃত হয় সকল বিভেদ।


সকল শব্দ - মাঝারে  আজ,  শব্দেরই কারুকাজ,
গতকাল একমনে বোনে কুশলী সে সুতোরই ফোঁড়
আর খুঁজে পাই তারে কিছু, থাকে পড়ে কিছু তার,
ফসলের  গ্রন্থমাঝে ভোর, নকশীকাঁথারই  ভোর।।