দুনিয়াব্যাপী জরা , গ্লানি, দুঃখ , শোকের ভেতর ভুলতে বসা প্রায় সে সত্য
শিল্প-কলার  মানুষরা আছে, আজও ,আছে সমাদৃত-বিতর্কিত নন্দন -তত্ব |


খুব ছোট  একটা খবর আছে এই আজকের পত্রিকার পাতায়
একজন প্রখ্যাত অভিনেতা খুব অসুস্থ, মৃত্যুর দোরগোড়ায় |


জানামতে , বেশির ভাগ অভিনেতাদের জীবনই খুব অদ্ভুত হয়
আরো অদ্ভুত হয় তাদের সম্পর্কে আমাদের অনুভূতি, প্রচ্ছন্নতায় |


একজন শুভাকাঙ্খী আমাকে শুভেচ্ছা - পরামর্শ দিয়েছিলেন একবার
"ছেলেকে অভিনেতা বানাবার কথা কখনো ভেবোনা যেন , খবরদার !"


যেন শুধু আর সে যাই হোক না কেন , পরিণত বয়সের চূড়ান্ত বিদ্যেতে   ,
এটুকুই উহ্য ছিল তার সে বক্তব্যে , বুঝিয়ে দেবার কোনো এক তাগিদে |


আমার ছেলেটি এখনো কৈশোর পেরোয়নি, খুব ছেলেমানুষ নিতান্তই
তবু তার ছেলেমানুষী আমাকে শুদ্ধ জীবন শেখায় বহু, বহু দিন ধরেই |


হয়তো সেও  ধীরে ধীরে অনুভূতির প্রকাশে  শিখছে অভিনয়ের তত্বকথা প্রবল
সব ভেঙে যাওয়া সংসারের অনুভূতি  অভিনয় শেখায় যে অবিরত , অনর্গল !


কাল থেকে কথা হয়নি মোটে, ফোন লাইনের প্রচুর ভুতুড়ে উৎপাতে  
বলা হয়নি, ভালো থেকো, ফিকে হয়ে যাবার পূর্বেই দৈনন্দিন সন্তাপে |


বৃদ্ধ হয়ে যাওয়া অশ্বত্থ জীবন , আরো কত বিদ্যে বাকি আছে বলবার  ?
শুনে নেই প্রস্তুতির পালায় ঘোড়দৌড় শুরুর কিছু সময় পূর্বেই আবার !


২৮শে মে, ২০২১