কি নিয়ে লিখছেন ?
আশ্চর্য হলেও সত্যি, গত সাতদিন ধরে কোনো লেখা আসছে না !
নিয়ম করে হলেও দু'পাতা , নিদেনপক্ষে বড়জোর এক পাতা ....
এর বেশি আর কোনো প্রত্যাশা নেই জানেন, ছাপোষা জীবনে এই বা কম কি !
সব বন্ধ হয়ে গেলো যে ! ভবিষ্যতের মুখপানে মূর্খের মতো তাকিয়ে থাকি ...


কি নিয়ে পড়ছেন?
বলতে খুব ভালো লাগে কবিতা নিয়ে পড়ছি, শত অযাচিত ভ্রুকুটি সত্ত্বেও
আকাশ-বাতাস , নদী-মেঘ আর জলাশয় নিয়ে ছড়া লিখেছি শ' খানেক ...
অনুভূতির সেসব গর্ভিণী মুহূর্ত একান্ত ভাবেই আমার জন্য , উচ্চাশা বিহীন
সবকিছু অকাতরে বিলিয়ে দিলে নিজের জন্য কি অবশিষ্ট থাকে বলুন তো?


নিজেকে তবে কবি ভাবেন বলুন?
আমি এক প্রশ্নে দিবা নিদ্রা ভেঙে জেগে উঠি দু'কামরা র আবাসের ভেতর
পাখা টি কখন যেন বন্ধ হয়ে গিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে হয়তো
উদাসীন মুহূর্ত কখনো কখনো কবিতাকে ঠাঁই দেয় হয়তো, তবু অনাদর বড়
শুধু চোখ মেলে দেখি, সাত দিন আগের পাতায় একটা শব্দ আওয়াজ তোলে...  


সালোক সংশ্লেষণ ||