আমি ঝাঁঝালো রোদের মধ্যে হাঁটছিলাম
গন্তব্যহীন , উদ্দেশ্যবিহীন ,
নিছক হাঁটার জন্য হাঁটা
আমার খুব ইচ্ছে জাগে,
একদিন ঝুম বৃষ্টির ভেতর
খোলা আকাশের নীচে হাঁটবো।
রোদ বড় বেশী ক্লান্ত করে দেয়,
পিপাসার মতো,
জরাগ্রস্থ যতিচিহ্নের মতো।


একদিন বাদল দিনে
ঝোড়ো বাতাসের প্রচন্ডতার সাথে
পাল্লা দিয়ে ঘরে ফিরতে চাই
তোমার কাছে, তোমার সাথে ,
কোনো কিছুকে চিরতরে
ঝোড়ো প্রবল হাওয়ার সাথে উড়িয়ে দিয়ে।
ফেলবার মতন মানুষের বহু বহু জিনিস থাকে ,
অহংকার, ঈর্ষা, ষড়রিপুর প্রলয় ,
অবিশ্বাসের তান্ডব লীলা ,
আরো , আরো অনেক কিছু।


মানুষের দৃষ্টিতে মনুষ্যত্ব খুঁজতে
কতখানি আলো লাগে?
এক জীবনে অপেক্ষা করে
কতখানি বিস্ময় ?
কোনো এক ঝোড়ো হাওয়ার দিনে ,
টিনের চালে অব্যয় , অবিনশ্বর
কাব্যগাঁথার পুনঃপৌনিক সুরে?