স্বামী বললেন ডেকে
স্ত্রীকে প্রবল হেঁকে,
আলু মাংসের ঝোলে
পটল দোলমা কোলে,
চিংড়ি মাছের মালাই
নেইতো পদের বালাই ,
পঞ্চ ব্যাঞ্জন  মুখে
সাধারণ পদ চেখে ,
লাগছেনা যে মতি
পদের অধো গতি |


স্ত্রী বললেন রেগে
প্রবল ক্রোধের বেগে ,
রহস্য নেই কোনো
বলছি তবে শোনো ,
উনুন আগুন জ্বালো
সকাল বিকেল ঢালো,
প্রবল গ্যাসের সংকট
বিষম বিপদ বিকট ,
এ দুঃখ দূর করো
নিত্য সুখে ভরো |
তবেই পাবে সুখ
পঞ্চ ব্যাঞ্জন মুখ ||