সে বললো চির হরিৎ বৃক্ষের কথা বলো
যেখানে বৃষ্টি নামে, মেঘেরা ঘনিয়ে থাকে
আমি বৃষ্টিছাঁটে তোমার কণ্ঠস্বর শুনি
আমার মুয়াজজিন, আমার জিলবাৱ, আমার
আমার যখন আমার উপত্যকায় বসত করে ভিতপ্রস্তর
সে বললো আমাকে খুশু' খুদু' , আমার সুহুর
আমার তাসবীহ পাঠ, আঁধারে যা আলো হয়ে উত্তাপ
আমার আদর , আমার আঁধার , আমার গেলাফ
আমার দজলা ফোরাত , বহমান , শা'বান শেষের সফর
আমার আলো যা মীনা মুজদালিফা হয়ে কালবের পৌঁছানো স্বর
আমায় পেয়ে বসে সহজাত লাম আলিফ।
আমার শোনায় সে হাদী তোমায় তার ঘুমন্ত মুফাসসির
আমি তার নূর , আজানের স্বর , মিনারের ফজরের প্রবহমান
আস'সালাতু খাইরুম মিনান না'উম
আমার ইমাম, আমার সু'কুন আমার তাগিদ নিয়ে আমার আসর |
আমার ইবনে মাজা পাঠে ঘুমন্ত ইমাম বোখারীর স্বর।