সব বেঁচে থাকা সময় শেষ হয়ে গেলে অতিদ্রুত
ঝরা পালকের মতো অবশিষ্ট কি পড়ে থাকে বলতো?
কিছু অভিযোগ , বর্ণবিহীন অনুযোগ , সারে সার জঞ্জালে
অথবা কোনো এক ভয়াবহ কষ্টদায়িনী অঙ্গুলি দর্শন অবহেলে ?


আমি ভুলে যাই বাঁচবার কথা , সময় যে শেষ হয়েছে দ্রুত
এখন শুধু ক্ষতটাকে এড়িয়ে চলে যাবার পালা ,অন্তর্নিহিত |
নিজের জন্য নয় , কোনো চোখ রাঙানিও নয় , বেদনা অনিবার
বারে বারে যে পিছিয়ে দেয় , ডুকরে কেঁদে ওঠা অন্ধ নিয়তির পারাবার |