সে জীবনের দাহকাল নিভুনিভু প্রায় ,
পুড়ে কেবলই ছাই হবার অপেক্ষায় ...
তাঁর চোখগুলো ঘোলাটেই ঠেকে যেন আমার কাছে
প্রাণের চিহ্ন অস্তমিত প্রায়, ফ্যাকাশে সূর্যাস্তের আঁচে |
অনেক দীর্ঘ দিবস রজনীর সাক্ষ্য ওই চোখের ভেতর
বয়সের অবসাদ ফিকে করে দেয় সব আস্বাদ , নশ্বর |
সেই সত্য কবে কথা মায়াভরা বিকেলের বিষন্ন আভায়
তারে তুমি চিনবে ঠিক , যুগাবসানের প্রস্তরীভূত লাভায় |
তার কথা যত্ন করে কি কবে , কিছু যেন ঠিক নেই তার আর
তবু জানবে মনের কাছে , সে তৃষাও বড় এক অদ্ভুত সুন্দর |
দারুণ...! খুব ভালো লাগলো ।
সম্মানিত কবির জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভ-কামনা।
করোনার এই সংকটকালে স্বপরিবারে ভালো থাকুন এই কামনা করি।
চমৎকার লেখনী। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন কবি
বেশ ভালো লাগলো
চমৎকার
শুভেচ্ছা রইলো
ভালো থাকুন প্রিয় কবি
ধন্যবাদ
কবি,সে তৃষ্ণায়ও বড় এক অদ্ভুদ সুন্দর,খুবই ভাল লাগল।
খুব সুন্দর লিখেছেন
শুভকামনা রইলো প্রিয় কবি।