"সূরা কাহ্ফ পড়েছিলে? শুক্রবার শুরু হলো বলে !"
"সেই আসহাবে কাহাফের গল্প, কেন? দিনশেষে কুকুর হবার জন্য ?"
"সেকি? কুকুর আসছে কোথা থেকে ?"
"ওটা কতিপয় যুবকের দুঃসাহহিক অভিযানের কথা,
দিনশেষে তাদের সঙ্গী ছিল এক কুকুর
মনে করা হয়, এটিই একমাত্র কুকুর যা বেহেশতে যাবে।"
"ঠিক আছে , সুরা ইনশিরাহ পড়ো!"
"ভালো কথা মনে করেছো, আজকাল মে মাসের ফসল তাহলে
ডিসেম্বরেও পাওয়া যায়।  মন্দ নয়, একেবারেই!"
"হ্যাঁ , ডিসেম্বরেও পাওয়া যায়, জানুয়ারীতেও পাওয়া যায়,
আর ফেব্রুয়ারীতে তো বটেই ! মনে রেখো আমায়!"
"কি?"
"বললাম আর কি! ভুলোনা আমায়, বললে যে মরতে বসি !"
"থাকো থাকো, মনে এতো নাও কেন? মন হালকা করতে শেখো !"
"কি আর বলবো, জিব্রাইলের স্বীকারোক্তির মধ্যবর্তী মুহূর্তে জীবন আমার ,
এক অনন্তকালের পিপাসা নিয়ে , যেখানে জমজম পানির তৃষ্ণা বোঝায়, জীবন আমার !"
আমি আবে হায়াতের উচ্চাশায় আসহাবে কাহফের ভেতর আমাকে খুঁজি, পেছন ফিরে, অগত্যা,
আর নিজেকে বলি, "একটা কুকুর ছিল তাহলে!
সত্যিই একটা কুকুর ছিল তাহলে, দিনশেষে আমার জন্য! "