বেশ তো আছি, এই তো বাঁচি, পরম সত্য যাপন
হাসছি, সুখেই  ভাসছি নিরেট  ভালোবাসায় সাধন
বাধ্য কথার সাধ্য কোথায় ? পলকা যোগীর বাঁধন !
  
ঘন ছায়া , তব চোখের ভেতর তাকিয়ে থাকি নিমেষ
দেখি, ব্যক্ত প্রহর  গুনছে  সকল  অনুভূতির অশেষ
সর্ব নামের লবন জলে মিশছে যেন মাত্রাযুক্ত বিশেষ |  


আজ হৃদয় আমার স্পর্শে জাগে তোমার সুরের দোলে
ভীরু চোখের কাঁপন, টলটলে জল , সুরের বাঁধন খোলে
বুঝি তিরতিরে সে জলের তীরে , শূন্যে ভাগশেষ ভোলে |