কবিতার ঘোর অনেকটা যেন
ধুম জ্বরের ঘোরের মতো |  
পেয়ে না পাবার একটা ব্যথা
ঠিক যেন কাঁটার মতো ফোটে ,
কোথাও |
বোঝার মতো সময় নেই,
নেই তাগিদও |
সবাই ছুটছে , হুড়মুড়িয়ে ,
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে |


এই সময়ে কোনো কোনো দিন,
মনে হয় ,
ফুরিয়ে যাওয়া পুঁথির কথা
অথবা,
তার না ফুরোতে চাওয়ার
গল্পটার কল্পকথা |


চাপা একটা ফিসফিসে কণ্ঠস্বর
কানের কাছে মৃদুস্বরে কথা বলে
"শহরটার কথা ভাবছিলে আবার ?
মিছিমিছি ভেবে আর কি হবে ?
শহরটার অনেক কষ্ট যে !"
অর্ধেক কথা তার শুনতে পাই,
অর্ধেক তার ডুবে যায় জীবনের কোলাহলে |


আবার সে আসে |
আবার সে আসে হাসিমুখে |
আবার সে আসে উদোম গায়ে |
আবার সে আসে |
বাঁধভাঙা রাশিরাশি মমতা নিয়ে |
জীবনানন্দের পাতা আমূল চমকে দিয়ে বলে,
যে জীবন দোয়েলের, ফড়িঙের , মানুষের সাথে তার হয় নাকো দেখা |