-উৎসর্গ কবি গুলতেকিন খান


তোমার মনে আছে আমরা জলদানোর গল্প শুনতাম?
একটা গল্পের বই ছিল, ইকথিয়ান্ডর আর গুত্তিয়েরে ,
উভচর মানুষ।


আমি রাতে শুয়ে মাঝে মাঝে কল্পনা করি , আকাশ
বিধাতার আকাশ সুন্দর , সর্বত্র , সন্দেহাতীত
খালি আমাদের প্রকাশটা ভিন্ন।


আমার মনে আছে, অনেক আগের ঘাসে
যখন শিশিরের মতো স্বেদবিন্দু , কড়া বা ঝাঁঝালো রোদে
ভীষণ ভাবে উত্তপ্তকালের কাহন হয়ে ওঠবার আগেই, বা উবে
যাওয়ারও তোড়জোড় করবার আগে,
ভীষণ ভাবে  রেখে যেত বর্ণহীন জলের দাগে
রূপকথার মত দিনরাতের গল্পগুলোর ধারাবর্ণনা


পড়শীর কচি ছেলেটার গালে আলতো ঠোঁট ছুঁইয়ে , সেখানে
রোজ ভাবি , প্রায় রোজই
চুম্বনকাল বাবার জগৎ জুড়ে , কিংবা মায়ের , হয়তো,
ঠিক সেখানে,
আমিও , আমার মতন।