মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য
সে যে বাঁচে হৃদয় দিয়ে !
ক্ষুদ্র কত শত মুহূর্ত পেরোয় নিমেষে ...
তবু এক অনিন্দ্য মুহূর্তে সে যে বাঁচে !
কোনো শৈশব পেরোয় ..নিয়ে কষ্ট চাপা হাসি
তার হয়তো কিছুই নেই ...
তবু আছে !
অনেক আছে , অঢেল আছে !
গোলাপের পাপড়ি, রংধনু খাম...
আর টুপটাপ বৃষ্টির শব্দের মতো
ঝরে পড়া অক্ষর গুলো |
কিসে কম হলো তবে ?
পাতার আঁকিবুঁকি তার এখনো স্বপ্ন দেখে
কোনো এক নিঃসীম শূন্যতাকে জয় করবার |
চেয়ে থাকা শিশুমুখটির দিকে তাকিয়ে তার এখনো সাধ জাগে ,
"একদিন বেড়াতে যাবো , জেনো, ঠিক যাবো একদিন !"
বেশ ভালো লাগল কবিতাটি। অসাধারণ নির্মাণ শৈলী ।মুগ্ধ হলাম ।শুভেচ্ছা রইলো বন্ধু সাথে শুভকামনা রইলো
খুব ভালো।প্রথম দু লাইন অনবদ্য।
এক অনবদ্য লেখনীর অপূর্ব কাব্য প্রয়াসে মন ভরে গেল সুপ্রিয় কবি বন্ধু আপু মনি। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন সারাক্ষণ।