সবচেয়ে কষ্ট হতে থাকে বুকের ভেতর  ... বলতে পারো কখন ?
যখন কল্পনা আর রূঢ় বাস্তবের সূক্ষ্ম সুতোয় ঝুলতে দেখি জীবন |
অথচ এমন তো হবার কথা ছিলোনা কোনোদিন !
ক্ষণে ক্ষণে , মৃতপ্রাণে বৃষ্টি নামতো তবু একদিন …
মুঠো খুললেই অগণিত শস্য ...
ঝলমলে চাঁদে আলোর রহস্য ...
ঘটনা, দুর্ঘটনা ভাসিয়ে নেয় , ক্ষয়ে যায় সময় অনর্গল,অবিরত ,
তবু সদিচ্ছা শেষে , সাথেই থাকে কিছু  একান্ত সময়, শুদ্ধ ব্রত |