ভাষা আমার ,
তুমি কি ফিরে এলে আবার ?
ঘুমের ঘোরে অকারণে চোখের কোল ভিজে এলে
সেকেলে , প্রাচীন কোনো এক সময়ের কুয়াশার ধোঁয়াশায়
কেবলই, ক্রমাগত মনে হয় ..
তুমি কি ফিরে এলে আবার ?
ভুতগ্রস্থ সময়ের বিশ্লেষণে যদি পটু না হই
তবু নীরবে , একান্তে, এই প্রার্থনা রবে মম
তুমি ভালো থেকো , তোমাতে
যে জীবন জগতের , বহির্মুখী , তা তুচ্ছ মাত্র
তুমি ভালো থেকো , তোমাতে
লাবণ্যে ও চেতনায় |