'আজ হঠাৎ করেই  একটা কথা বলতে ইচ্ছে হলো '
'কি কথা?'
'আমি, তুমি আমরা সবাই কোনো এক কঠিন সময়ে উপস্থিত ....'
'কেমন ?'
'বাস্তবতার ভয়ে লেপ মুড়ি দিয়ে ঢাকা চাপা দেয়া কোনো এক সময়
বৃত্তাবদ্ধ বলয়ে |'
'তাই?'
'আর ভীষণ ভাবে শিখছি Gerrymandering শব্দটি,
প্রত্যক্ষ দর্শনে,উপলব্ধিতে |
আর Gerrymandering  কি জানো ?
রাজনৈতিক দর্শনে বিশেষ কোনো দল, মতের  প্রভাব , একচেটিয়া | '
'বুঝেছি, তবে এসো |'
'কোথায় ?'
'Gerymandering বুঝতে,বোঝাতে আর প্রতিকারে লড়তে |'