অকিঞ্চিৎকর যাই লিখি, বেশ ক'বছর ধরে বাংলা কবিতাকে ভারাক্রান্ত করে তা চালিয়ে যাচ্ছি।  দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশের সম্ভাবনায় যোগাযোগ করছি।  মার্কিন যুক্তরাষ্ট্রে  বাংলাভাষী পাঠকদের জন্য প্রকাশনা সংস্থা গুলোর কোনো সুনির্দিষ্ট তালিকা থাকলে আমার মত উঠতি লেখকদের সুবিধে হতো। প্রথমত: একক কাব্যগ্রন্থতে ইচ্ছুক, দ্বিতীয়ত সেলফ- পাবলিকেশন এর দিকে যেতে চাইনা।  এ ব্যাপারে কারো কোনো তথ্য (নির্ভরযোগ্য ) জানা থাকলে উপকৃত হব।


বাংলা কবিতা অত্যন্ত সমৃদ্ধ একটি চর্চার স্থান। এখানে বিশ্ব পরিবারের সকল কবিদের জন্য উপকারী তথ্যগুলো অন্তর্ভুক্ত করলে সকলেরই উপকার হবে।


ধন্যবাদ।