শুনছো ঘোমটা তুলে একটু সামনে তাকাবে।
দেখ কেকে তোমাকে দেখতে এসেছে।
কাকা কাকি চাচাতো ভাই নিখিলের বউ কুমারী,সাথে ছোট্র সোনাইও কিন্তু আছে।
ওরা জামানিতে থাকে।
দুচার মাস হয় দেশে ফিরছে।
তোমারী তো সৌভাগ্য,
সবে আজ দেখা মিলছে!!
একি তুমি হাসছো!?
কথা বলো আর না বলো একটু দেখতে তো পারো।কাকা কাকি ওরা আজি যাবে চলে।
হয়তো আর দেখা নাও মিলতে পারে।
আমি যানি লজ্জা কিবা সংকোচ থাকবেই।
তুমি গ্রামের বধু গ্রামের মেয়ে।


কাব্যগ্রন্থ: অচল কাব্য