২নং মাতৃ- সংঙ্গীত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমি মা তোর অধম ছেলে আমার মত পাতকী আর নাই ।
নিজের দোষে দুষি আমি  বুকে মাঝে মরণ হাঁই ।।

জড়িয়ে সংসার মায়া জালে ,পড়ছি নিজের কাটা খালে।
মরণদশা মা এ কপালে , ঘোর সংকটে কৃপা চাই ।।

তোর কৃপা মা পেলেম না আমি করে তোরে অবহেলা ।
দয়াময়ি মা যাবার বেলা দেরে অভয় পদে ঠাই ।।

অবুঝ আমি বুঝি নাই তোর গুরুত্ব কতখানি ।
তাইতো দুঃখের নৌকা টানি পাপানলে হচ্ছি ছাঁই  ।।

বিশ্বরাজকে মা কর তুই ক্ষমা  একটু সদয় হয়ে।
তোর কৃপা মা শিরে লয়ে  ,ভব পারে যেতে চাই ।।


মাতৃ বিয়োগ হয়েছে
"দীব্য-লোকং স্ব-গচ্ছতুঃ"
আজ পনেরোদিন চলছে ।