এই মনে ক্ষত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পথে পথে ঘুরি , একাকী আমি,
ব্যথা ভরা হিয়া , দিবস- জামি ,
নামি-দামি লোক , পৃথিবী ভরা ,
এই ধরা মাঝে , নিকৃষ্ট হয়ে ,
বেঁচে আছি শুধু , আঘাত সয়ে ,
ক্ষয়ে গেছে তাই , ফাগুন খরা ।


মন্দ কেহ নেই , ভবের পরে ,
নিজে নিজে সব , প্রচার করে ,
ধরে মিছামিছি ,  সত্যের বেশ ,
ভাবে মনে মনে , ওরাই রাজা ,
দেয় কল-বলে , অন্যকে সাজা
গাজা মদ নেশা , মাতায় দেশ ।


সৎ পথে যারা , নীরবে কাঁদে ,
সব খুব ভালো,  এরাই বাদে ,
ফাঁদে পড়ে শুধু , সরল লোক ,
ধনী যারা যারা , তারাই  মানী,
দেয় শুধু  মুখে ,  নীতির বাণী ,
হানি নীতি ধরে , করিছে ঝোঁক ।


এক আমি আজ , বেহাল বেশ ,
মন মাঝে আছে , ব্যথার রেশ ,
শেষ হলো তাই , জীবন বেলা ,
সাঁঝ কাল দেখি , অদূরাগত ,
রয়ে গেলো এই , মনের ক্ষত ,
কত বেয়ে যাবো, দুখের ভেলা ।