আজ একা সাথী নেই
(বিলিরিক ধারা-তিন
কাঠামো-দুই)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হয়ে নেয়ে তরী বেয়ে , ইতিবেলা এসে ঘাটে ,
একা আজ সাথী নেই , যমরাজ আসে বাটে ,
ছিলো বহু হাসিখেলা ,
দিনরাত সারাবেলা,
সাথী ছিলো বেশ মেলা , আজ তারা গেছে দূরে ,
তালহারা পদে পদে , জীবনের সুরে সুরে ।


বেয়ে গেছি বহুবার , চাপাখলে তরীখানি ,
ঢেউ দোলে দোলা দিয়ে, তরীটার করি হানি ,
বুঝি নাই ছোট খাল ,
তরী মারে চিরোকাল ,
তরীটার তালাতাল , বুঝে চলা বড় ভার ,
হুসহারা পাড়ি দিলে ; যম সাথী হবে তার ।


মাসে আসে একবার চাপখালে তিন ছেলে ,
মেঝ ছেলে দেয় মনি ,ডুব দিয়ে কাছে গেলে ,
ঢউ দোলে দোলে চান ,
ডুবে যায় তরীখান ,
উজানের এলে বান ,চানমনি দেখা যায় ,
সুকৌশলে সুনাবিকে মনি ধরে তোলে নায় ।


বুঝি নাই চাপাখলে,  জীরনের ধারা আছে ,
ভবসুখে ভুলে ভুলে ,যাই নাই তার কাছে,
নেই তাই সাথী যারা ,
চোখে আজ বহে ধারা ,
জীবআটি ভারা ভারা ,করি আমি সুখে শেষ,
নিশিদিন নিয়ে থাকি , অবেলায় যম রেষ ।