অলিক স্বপ্ন রাশি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


জীবটা বড় কঠিন আশার বালুচরে,
জড়ানো বিদ্যুৎলতা,মেঘের আঙ্গিনায়,
জলদিয়া বজ্রস্বরে,  নেইকো নিরবতা,
সুখের পরশ চায়, প্রেমের সমাদরে।


জীবনের দ্বিপ্রহরে মরু-হরিণ দেখে,
চৈতালী ফাগুন বায়, আশার চালুবনে,
কল্পিত কাহিনি লেখে, রঙিন জোছনায়,
বাসন্তিকা রঙ মনে, গোপনে মেখে মেখে।


তরঙ্গিণী দোলা খায়,  দখিনা বায়ু মেখে
তরঙ্গ গোনাটি শুধু, অলিক স্বপ্ন রাশি
সাঁঝ বেলা চোখে দেখে, মরুময় বালুধুধু
থেমে যায় প্রাণবাঁশি, পাখি উড়ে ধরা রেখে।


ফাগুনের আগুনটি,মলিন হেলাবেলা,
উদাস তরঙ দোলে, গোধূলি হাওয়ায়,
সন্ধ‍্যারাণী করে খেলা, নিতে নিজের কোলে
সমাদরে নিয়ে যায়, শেষ করে তার খেলা।