অমানিশা জীবনাকাশে
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


দুনিয়াতে প্রাণের মেলা,আজব খেলা,
চলছে আজ , সারাটি বেলা, নেই কোনো নীতির কাজ,
আত্ম সুখে বাঁচতে চায় ,
মানবতা নেই আর ,চমৎকার
মানুষ মারা , অসদাচার, আজিকার জীবন ধারা,
কলাহল সকল গাঁয়।


ভালোবাসা ছলনা আজ, ভোগের কাজ,
করছে সব , যমের তাজ , পরে শুধু করছে রব,
মুখে সুধা অন্তরে বিষ ,
দ্বেষাদ্বেষি জগত পরে , আপন পরে,
প্রেমটা নেই , মারছে মরে, নিয়ে শুধু মনের খেই,
হারা হয়ে প্রাণেরদিশ ।


সারাবিশ্ব অস্ত্রের ঘর , জীবন ভর,
অজ্ঞানে মরা , সত্যের কর ,জ্যোতিহারা মলিনে ভরা,
অমানিশা জীবনাকাশে ,
থরথর কাপছে প্রাণ , মরণ ঘ্রাণ,
সকল দিকে, নেইকো ত্রাণ , বশে নিবে ধরণিটিকে,
এই আশা শ্বাসে শ্বাসে।


পৃথিবিটা যুদ্ধের সাজে, শক্তির কাজে,
রণের ভেরি , স্ব-সুখে বাজে,  খুলে দিচ্ছে সাঁঝের ফেরি ,
নিশিদিন মরণ ঘাতে ,
অসহায় মানুষ যারা , মরছে তারা ,
শক্তির কাছে, বান্ধব হারা , নর-নারী হয়েই আছে ,
কাল যায় নয়ন পাতে ।


কত দিনে অভয় পাবো , আনন্দে খাবো ,
প্রেমের ফল, ঘুমেতে যাবো , মনে নিয়ে পরম বল,
ভয়হীন চলবো পথ ,
কবে সেই সত্যের ধারা , সুখের তারা,
দেখবো ভাবি , দুখের কারা , খুলে দিয়ে ভাঙবে চাবি,
পথে যাবে জীবনরথ ।