আমার এ মন বন্ধু  তোমায় চায়
(বিচ্ছেদ গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমার এ মন বন্ধু  তোমায় চায়
তোমারাই গান গায়,
আমার গানের সুর লহরি তোমার ছোঁয়া পায় ।
আমি শুধু কাদি বসে সন্ধ্যানোদি পারঘাটায় ।।

ইতিবেলার গীত গেয়ে ঝরে চোখের জল ,
মায়া-মোহের দোলায় দুলে খাইছি বিষফল ।
হারাইছি আমি পারের সম্বল , দাবাপাশা খেলাটায় ।।

ভুল করে মূল হারায়ে একা আছি  আজ ,
তোমায় ভুলে  মূলে আমি করছি আনকাজ ।
তাইতো আমার বেহাল সাজ ,সুন্দর এই দুনিয়ায় ।।

বিশ্বরাজ নিঃশ্ব হয়ে  লিখছে গানের কলি,
নয়নজলে সুরে সুরে তোমার কাছে বলি ।
আমার জীবনবেলা পড়ছে ঢলি , রেখ তোমার রাঙাপায় ।।