আমার চোখে তুমি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার রূপালোর বিকিরণ
আমার লাব-ডাব সজীব যন্ত্রকে
করেছে হরণ,
তোমার ভিতর দেখি প্রাকৃতির
সকল রূপের সমাহার।
আমার চোখে তুমি সর্গিয় শোভিয়  শোভারাণী।
তোমাকে দেখে
পিকাসের মত শিল্পীও হারমেনে যাবে সত্যি ।
যেমনটি হারমেনে ছিলো
ঝাংগিয়া জিওগ্রাফিক্যাল পার্ক দেখে
যা এখন
ড্যানজিয়া ল্যান্ডফর্ম
বা
গানসু ঝাংগিয়ে ন্যাশনাল পার্ক ।
সৃষ্টি হয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে
রেনেবো মাউন্টেন
অর্থাৎ
ড্যানজিয়া ল্যান্ডফর্ম।
পৃথিবির সকল রূপ হরণ করেছে বলে
মনে করেন সকল পর্জাটক।
কিন্তু আমি
তোমাকে দেখে এতটুকু বুঝেছি
তোমার সৌন্দর্যের থেকে
রেনবো মাউন্টেন সৌন্দর্য পূর্ণ নয়,
তাই আমি
তোমার রূপ-সৌন্দর্যে  বর্ণমালায়
কবিতার ছবি আঁকি,
হৃদয় গভীরে এটাই সত্য।