আমি অজস্র দেনা আছি


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


তুমি আমাকে ভালোবাস এটি বুঝতে পেরিছি
আর আমার জানার প্রয়োজন নেই,
কারণ
আমি আমার ছবি আঁকতে গিয়ে দেখি
তোমার অস্তিত্বের মাঝে
আমার কিছু নেই ।
প্রভাতী নোদির স্রোতে ভেসে আসা
তরীখানি আঠারো আনার মূল সম্পদে
বোঝাই ছিলো,
এ কথা আমি বুঝতে পেরেছি
চাওয়া পাওয়া সাগরে তরীটি নিজে বেয়ে,
আরো বুঝেছি
আঠারো আনামূল সম্পদ
ষোলো আনা অবশ্যই তোমাকে দিতে হবে,
কিন্তু
এটুকু বুঝি
যা দিয়েছো অনেক বেশি দিয়েছো
রত্নভান্ডার,
সত্যি তোমার ভালোবাসর তুলনা নেই ।
পড়ন্ত বিকেলে ক্লান্ত রবির আলোকে
লেনা দেনার হিসাতে দেখি
তোমার নিকট আমি অজস্র দেনা আছি
চাপাগলির চাপাফুলের মাধুরী বেচা-কেনায়।
আজ আমি একা
সন্ধ্যাতারার আগমন প্রতিক্ষায়
চাওয়া পাওয়ার কঠিন দেওয়ালের মাঝে,
তবু
এই ইচ্ছাটুকু পূর্ণ করো তুমি
বাকিটা সময়
তোমার যা ইচ্ছে হয়, তাই করো তুমি,
আমার জীবনটিতে,
চাইলে কিছু আমি দিও না তা
এই বাসনা চিতে।