এত কাঁদো কেন মেঘ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রিমঝিম বৃষ্টি পড়ে  সকল সন্ধ্যা দুপুর
নুপূর বাজে নোদির বুকে আরো জল দোলে,
ভরছে সব পুকুর , নদ-নদী ঢেউ তোলে।


নীলাকাশ মেঘে ভরা অবিশ্রাম ঝরে বৃষ্টি
সৃষ্টি করে যমদশা নষ্ট হোল সব কাম,
মলিন চোখের দৃষ্টি , কাজ নেই বিধি বাম।


অবিরাম ঝরে দেয়া নদনদী ডাকে বান
তান ধরে জলবেণী রেতবেগে ছুটে ছুটে
তরঙ্গে তরঙ্গে গান ,  কূলমাটি নিচ্ছে লুটে।


তবুও বাদল ঝরে নিরুপায় নারী-নর
ঘর ভাঙ্গে বানস্রোতে পানিকৌড়ি মাছ ধরে,
গাঙ্গচিল দিন ভর , জলতে বিহার করে।


বৃষ্টি ঝরা দিনটাতে মস্যজীবী প্রাণি কুল
ভুল নয় ভালো আছে মহানন্দ বুকে নিয়ে,
মানুষেকে যমশূল , বৃষ্টি বুঝি যাবে দিয়ে।


এত কাঁদো কেন মেঘ বলো কার বেদনায়
গাঁয় গাঁয় ঘুরে মর বোবা স্বরে ডেকে ডেকে
চলে যাও নিজ গাঁয় , মানবিক-প্রেমে থেকে।