অভিমানী  মেয়ে
( বিলিরিক তিন নিয়মে লেখা )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কতদূরে গেলি , সোহাগিনী আয় ,
দুতভাত খাবি,  ডাকে তোর মায় ,
এলো ইতিবেলা,
মান ঝেড়ে ফেলা,
ঘরে এসে খেলা, ভাইটাকে নিয়ে,
দিবি আজ তুই , পুতুলের বিয়ে  ।


এনেছেন বাবা, মল টিপ দুল,
নানা রঙ শাড়ি,  আরো বেণীফুল,
আদরিণী আয় ,
বেলা ডুবে যায় ,
কোন ছলনায় , মাকে ভুলে গেলি,
ভুলে গিয়ে মাকে , কোন সুখ পেলি  ।


তোকে শুধু ডাকে , তোর ছোট ভাই ,
শেষ বেলা আমি , কোন দেশে যাই ,
সেই ভোরে গেলি,
বাবামাকে ফেলি ,
কার ফল খেলি , বল একবার ,
শোকাতুর আজ, গোটা পরিবার  ।


আয় আদরিণী , কোলে ফিরে আয় ,
নয়নেরমনি , এই দুনিয়ায় ,
ঝরে অবিরল,
দুই চোখে জল ,
দেহে নাই বল, আরো দিশেহারা  ,
অভিমানী মেয়ে , যাবো আজ মারা ।