বাঁচার এ ক্ষিতিটা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পৃথিবীটা কাঁপছে
সিন্ধুজল মাপছে
মিছামিছি ঝাঁপছে
ভাবে না পরিনাম,
অসহায় লোকটা
বুকে তার শোকটা
রক্ত খায় জোঁকটা
নেইকো কোনো দাম।


মরণের খেলাটা
রাতদিন  বেলাটা
ভেঙ্গে যাবে মেলাটা
মানবতা মরছে ,
মুখে শুধু বুলিটা
বাক্য ভরা গুলিটা
অগুনের ফুলিটা
দুষ্টক্ষত করছে ।


নেই মনে বলটা
আছে শুধু ছলটা
সততার কলটা
হয়েছে  সব নষ্ট,
মানবতা নেইতো
নাচে ধেই-ধেইতো
সব কিছু খেইতো
তাইতো বড় কষ্ট ।


আমি রাজা নীতিটা
থামাও এ গীতিটা
বাঁচার এ ক্ষিতিটা
অশ্রুগাঙ্গে মানুষ ,
দেও মনে শান্তিটা
চাই হেম কান্তিটা
রাখো চিরো ক্ষান্তিটা
হইওনা ফানুষ ।