বাঁশি বাজাই কদমতলায়
(আধুনিক গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


(পুরুষে গাইবে)
বাঁশি বাজাই কদমতলায়  ,আস রাধা যমুনায়
তোমার প্রেমে পাগোল আমি রাধা তুমি বুঝ না ।
আসার পথে চেয়ে চেয়ে , আঁকি প্রেমের আল্পনা ।।


(নারীতে গাইবে)
আমি যে এক কুলের নারী , সহসা কি আসতে পারি ,
কেনো তুমি বুঝো না ।
কুলোবালার জ্বালা ভারী , সই
লোকের গঞ্জনা ।।


(পুরুষে গাইবে)
প্রেমে নাই জাতমান কুল, তোমার প্রেমে হয়ে মশগুল,
বাজই বাঁশিখানা ।
তাই আসি যমুনার কূল নিয়ে প্রেমেরতরীখানা ।।