বালসূর্যের জন্মদারে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বালসূর্যের জন্মদারে , রাত্রিজলে ,
দেখেছি আমি কতুহলে, প্রেমছবি
হৃদয়ে তার প্রিয়তম রাখে ধরে,
নিকটে নেও বাষ্প করে, তপ্তরবি ।
আঁকো তুমি প্রেমের ছবি , নিষ্ঠা মনে ,
রাত্রিজল সবুজ বনে , করো সৃষ্টি,
ভালোবাসার এই মূল প্রিয়বর
পোঁড়াও ভুমি দিন ভর , দিয়ে দৃষ্টি  ।
কেমন বলো এই কৃষ্টি , করো শেষ
দিও তীব্র বিরহরেষ , থেকে দূরে
আমার অশ্রু রাত্রিজল ঘাসে ঘাসে
সুন্দর এই পরবাসে, মধুপুরে ।
বিরহের গভীর সুরে ,তুমি আসো ,
তুমি বড়ই ভালোবাসো, রোদ্রমালি ,
তোমারও কলঙ্ক আছে ভাঁজে ভাঁজে
তবুও পেতে দিবারাজে , সুধা ঢালি
গায়ে মেখে কলঙ্ক কালি , যাক বেলা
নিদারুণ প্রেমের খেলা , তুমি খেলো
ভালোবাসে দূরে থাকো কেনো তবে
জীবনটা করছো ভবে , এলোমেলো ।
প্রেম আমার নয় ভেলো , এক রতি
দেও দেখা প্রাণের পতি , সাঁঝকূলে ,
এসো তুমি নাবিক বেশে করুনায়
শুদ্ধ প্রেমের খেয়া নায় , নেও তুলে ।