বন্ধুত্বের চ্যাটিং সফ্টওয়ার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বড় একা
একা হয়ে গেছি
নাকি
একা হয়ে যাচ্ছে পৃথিবী
বুঝতে বড় কষ্ট হচ্ছে ,
তবে
এটুকু বুঝি
পৃথিবী আজ প্রাণহীন প্রেমের শ্রাবস্তী ,
অথচ
অহিংসাবাদ মানুষের
পরমধর্ম ।
ইলেকট্রন, নিউট্রন প্রোটন
আর
ঈশ্বরকণা ,
অভিকর্ষণ শক্তিশালী ,
বিজ্ঞানের ভাষায়
গড-পার্টিকেল বোড ,
যা না থাকলে
বিশ্ব-প্রকৃতি একেবারে অচল ,
বৈজ্ঞানিক সত্য ।
অথচ
হারিয়ে যাচ্ছে মানুষের
মানবিকঅণু ।
বাঃ ডিজিট্যাল আবিস্কার
ফ্লোরাপ্লাটফর্ম , সিনেমার রঙিন পর্দা ,
আর
এন্টিভাইরাস টক্সিন ,
কিন্তু
এখনো মানুষের মাইন্ডসেল হচ্ছ
নতুন নতুন ভাইরাসে আক্রান্ত ।
নিমবাজ ইন্টারনেট ,
বন্ধুত্বের চ্যাটিং সফ্টাওয়ার পেয়েও
একাকিত্বে ভুগছি আমি
ভাইরাস ভয়ে ,
মরমি হার্ডসেল কাফন কাপড়ে বাধা
হায়রে
ভালোবাসার বাহক
জীবনকে করে দিলে
নিরস বিরাণভূমি ,
দেখ
মানুষকে মারে মানুষ
বন্ধুত্বের চ্যাটিং সফ্টওয়ার পেয়েও ।