বন্ধুত্বের চ্যাটিং সফ্টওয়ার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বড় একা
একা হয়ে গেছি
নাকি
একা হয়ে যাচ্ছে পৃথিবি
বুঝতে বড় কষ্ট হচ্ছে,
শুধু এটুকু বুঝি
পৃথিবি আজ
প্রাণহীন প্রাণের বিলাস মহল,
অথচ
নেই অহিংবাদ পরমধর্ম।
ইলেকট্রন,প্রোটন,নিউটন
আর
ঈশ্বরকণা
অভিকর্ষণ শক্তিশালী,
বিজ্ঞান এই ঈশ্বরকণাকে
গডপার্টিকেল বোড নাম দিয়েছে
যা না থাকলে বিশ্ব প্রকৃতি
একরবারে অচল হয়ে যাবে,
এটাই বৈজ্ঞানিক সত্য,
কিন্তু
মানুষ হারাচ্ছে মানবিক পরমাণু
বাঃ
ডিজিটাল আবিষ্কার
ফ্রোরাপ্রাাটফর্ম, সিনেমার রঙিনপর্দা,
হাবলটেলিস্কোপ
আর
এন্টিভাইরাস টক্সিন।
এখনও মানুষের হার্টডিক্স হচ্ছে
নতুন নতুন ভাইরাসে আক্রান্ত।
নিমবাজনেটওয়ার্ক,  বেটাভার্ষণনিটওয়ার্ক
এবং
বন্ধুত্বের চ্যাটিং সফ্টটওয়ার পেয়েও
একাকিত্বে ভুগছি ভাইরাস ভয়ে।
হায়বে ভাইরাস বাহক
জীবনকে করে দিলে নিরস মরুভুমি,
বন্ধুত্বের সফ্টাওয়ার পেয়ে।