বাঙ্গালির মাতৃভাষা দিবস


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বাংলা ভাষার জন্য বাঙ্গালী
দিছো প্রাণ,
রচিত হলো
বাংলা ভাষাকে ভালোবাসার জন্য
তাজা রক্তে লেখা নির্মম ইতিহাস,
দিনটি ছিলো,
বাংলা ১৩৫৮শালের ৮ই ফাল্গুন
বৃহষ্পতিবার,
অথচ
বাঙ্গালির মাতৃভাষা দিবসে
আর এক ভিন দেশির ক্যালেন্ডারের
পাতা দেখতে হয়
কোন দিন 21শে ফেব্রয়ারি।
বাঙ্গালিতো বাংলাকে ভালোবাসে
দিয়েছে প্রাণ।
সেই আত্মত্যাগী ভাষাসৈনিকদের
জানাই সম্মান,
আর
৮ই-ফাল্গুনের লালগোলাপি শ্রদ্ধাঞ্জলী।