বনশ্রী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পুষ্পিতা বনশ্রী ফুলরাণী
আমি মানি ,কাব্যের নায়িকা
প্রেমের গায়িকা , প্রাণবনে ,
কাব্যিক রূপসী চৈত্রীরাত
প্রেমপারিজাত,  আলোধার
কুসুমেরসার ,শুদ্ধ মনে ।


ফাগুন বসন্ত ফুলদল
পরিমল,  হৃদয় কবিতা,
জীবন সবিতা, ক্ষয়ে কালো ,
জীবন আকাশে সারাখন
সুশোভন , রাতের রাকা সে
জীবন আকাশে , ঊষারালো ।


তাইতো কাব্যের তরী তাই
বেয়ে যাই , প্রেম যমুনায় ,
বনশ্রীর গাঁয়, শুধু যেতে
মিলন পিয়াসা হীয়া মাঝে
দিবাসাঁঝে , দুটি আঁখি ঝরে ,
প্রেমেরই ঘরে , আছি মেত ।


দূরতমা তুমি কেনো দূরে
সুরে সুরে ,বলে মন পাখি,
হৃদয়ের রাখী, না কেঁট না
তোমাকেই চায় এই  মন
হৃদিবন , পোঁড়ে প্রেমানলে
নিশিদিন জ্বলে, নেই শেষ ,
দিয়ে ক্লেশ , হীয়াটি বেট না ।

লেখা
30/10/2020
শুক্রবার
সময়
দিবা- ১ ঘটিকা