বারমুডা ট্রায়াঙ্গাল


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেম সমুদ্রে সৃষ্টি হয়েছে
বারমুডা ট্রয়াঙ্গল,
বড় মারাত্ত্বক কুয়াশায় বিদ্যুৎ তরঙ্গ ,
অথচ
আশ্চার্য আলোর নাচন ।
মন যায় সে নাচন দেখতে
কিন্তু
মরে প্রাণী তার ইলেক্ট্রিক শকে ।
যদিও
এলিয়েন আসে
ভয়াংকর এই দ্বীপ মাড়িয়ে ,
কিন্তু
আমি যাব টুইনজোড় থেকে
ওয়ার্ম হোলের ভগ্নাংশ
ব্ল্যাকহোল পেরিয়ে
সমুদ্রের ফ্লোরিডা প্রনালী দিয়ে
তোমার নিকট ।
তোমার প্রেম-সাগরের
বারমুডা ট্রায়াঙ্গল
যতই ভয়াংকর হোক
আমি এক ভিন্ন রকম
সসার মানব।
আমি দেখবো কত বড় ভয়ানক
তোমার প্রেম-সাগরের
বারমুডা ট্রায়াঙ্গাল।